ঐতিহ্যবাহী নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্সটি হারদী গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী দানবীর খ্যাত মরহুম মীর সামসুজ্জোহা সাহেবের দানে হারদী গ্রামের আরেক কৃতি সন্তান মরহুম গোলাম রসুল বিশ্বাসের সুযোগ্য পুত্র মোঃ নুরুল ইসলামের অক্লান্ত মেধা শ্রম ও প্রজ্ঞার বিনিময়ে প্রায় ২৫ একর জমির উপর নির্মিত। অত্র কমপ্লেক্সে সেবা দানকারী প্রতিষ্ঠান সমূহ হচ্ছে এম.এস.জোহা বিশ্ববিদ্যালয় কলেজ, এম.এস.জোহা কৃষি কলেজ, মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিটিউট, এম.এস. জোহা ফিসারিজ কলেজ, এম.এস. জোহা বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মীর সামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয, নিপ্পন জোহা টেকনিক্যাল স্কুল, এম. এস. হুদা ইন্সটিটিউট অব মেডিক্যাল টেকনোলজী ও নার্গিস ইসলাম নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস